মাটির সাথে কথা বল
মাটিও কথা শোনে
কান পেতে শোন
ওদের না-বলা কথা
কান পেতে শোন
ওরা কী চায় না চায়
ওরা বৃষ্টি চায়
না রোদ পোহাতে চায়
ওরা কৃত্তিমতা চায়
না প্রকৃতি চায় ।


গাছের সাথে কথা বল
গাছও কথা বলে
কান পেতে শোন
ওদের না-শোনা কথা
ওদেরও সুখ দুঃখ আছে
ওদেরও চেতনা আছে
ওরাও বাড়ে , ওরাও কমে
ওরাও বাঁচে ওরাও মরে
গাছে কান পাত
শোন যেমন পোমোনা শুনেছিল
শোন যেমন বনোয়ারিলাল শুনেছিল
লবটুলিয়ার জঙ্গলে ।  


পাখির সাথে কথা বল
পাখিও কথা বলে
ওরা কী চায় না চায়
ওরা কীভাবে হারিয়ে যায়
ওদের আনন্দের কথা শোন
ওদের বেদনার কথা শোন
মন দিয়ে শোন
বাতাসে কান পেতে শোন
ওরা সব সব কথা বলে
শুনেছিল তো সেলিম আলি
ভারতের অরণ্যে অরণ্যে ।