দুঃখ যখন জমে জমে বুকের মাঝে পাহাড়
পাহাড়ের ভারে নিষ্পেষিত তোমার প্রাণ
তখন কাঁদো মন খুলে , বোঝা যাবে নেমে
নদীতে বাঁধ দেওয়া থাকলে বৃষ্টির জলে
যখন কানায় কানায় ভরে ওঠে জল
তখন স্লুইস গেইট খুলে জল বের করতে হয়
নইলে বাঁধটাই যায় ভেঙে ; মনখারাপের দিনে
আকাশের দিকে তাকাও -- গনগনে রোদে
পুড়ে খাক হয়ে যেতে যেতে একসময়
কাঁদে , বিরামহীন সে-কান্না , গুমরানি কান্না
তারপর যখন কান্না থামে তখন নির্মল
আকাশে ঝলমলে রোদ্দুরের বন্যা বয়ে যায় ।