সাদামাটা ঘর
দেয়ালের 'পর
একটিতে দোলে
মা মেরির কোলে
শিশু যীশু ।


আরেকটিতে দেখি
ও মা গো এ কী
ক্রুশে ফোটা
রক্তের ছটা
আশাহত মানবতা ।


দূরে এক ঘরে
পরিচিত ছেড়ে
অচেনার মাঝে
নীরব বেদনা বাজে
হৃদয়ে গোপনে ।


ভারবহনের বোঝা
জানি নহে অত সোজা
তবুও মাটি কামড়ে
অনাগত স্বপ্ন আঁকড়ে
সাক্ষী ভবিষ্যৎ ।