সকালের হলুদ রোদটাকে
স্বল্প চাদরের মতো জড়িয়ে
দাঁড়িয়ে ছিলাম এক উঁচু টিলায়
পরনে সবুজ চুড়িদার , সাদা ওড়না
বেনীবন্ধনে রোডোডেনড্রন ;
শান্ত সমাহিত পরিবেশ
বিহ্বলতার আবেশে মন
রজতরঙ্গিনীর কাছে ভেসে যায় ।
ডালহৌসিই ছিল কাছাকাছি
সে-ই আমায় প্রথম দেখে ফেলে একা
কাছে চলে আসে
জুড়ে দেয় প্রণয়ের প্রলাপ
ডালহৌসিকে দেখে ডেরা ইসমাইল খাঁ
পলকে ছুটে চলে আসে ,
দু'জনেই পেতে চায় আমায়
দুজনের টানাটানি আমাকে নিয়ে
আমার পরাণ লবেজান
কী করি পাই না ভেবে ।
কখন হারিয়ে গেছি দু'জনের মাঝে
জানি না ! জানি না কখন আমি
মর্দিত , কখনও মূর্চ্ছিত , কখন অবলীঢ়
এক অব্যক্ত যন্ত্রণা আমার সারা শরীরে
আমার নীরব কান্না
পান্নার মতো তাই
কখনো বৃষ্টি
কখনো তুষার রূপে ঝরে ।