ভাসমান মেঘ থেকে হাতের ইশারায়
সবাই যখন উড়ন্ত কথাগুলোকে
দক্ষ বাজিগরের মতো ধরে আনে
কান পাতে , উত্তর করে আপন মনে
জনারণ্যে , বিজনে , তখন মনে হয়
সবাই যেন বড় বেশি বখাটে হয়ে গেছে ।


ভাসমান মেঘ থেকে হাতের ইশারায়
সবাই যখন উড়ন্ত কথাগুলোকে
পাখিদের মধ্য দিয়ে নামিয়ে আনে
চলন্ত বাসে , ট্রেনের কামরায় কিংবা
আলাপচারিতায় তখন তো কথা
শরবিদ্ধ বলাকার মতো যন্ত্রণা দেয়  ।


যে ছিল মৌনী , যে ছিল মিতভাষী
সেও দেখি আজকাল কথার কারবারি
কারণে অকারণে আপন মনে হাসে
ধমকের সুরে কথা বলে কিংবা
অলীক অবস্থান জানায় নিজের
অথবা অনৃতভাষী করে নিজেকে ।


ত্রসরেণু থেকে যখন বিচ্ছিন্ন করে
ধরা পড়ে তোমার ছিপে , ফাতনা ডোবে-ভাসে
তুমি তখন সুযোগ বুঝে গেঁথে তোল
খেলা কর , সুতো ছেড়ে চরকিপাক খাওয়াও
তখন তো তুমি সৃষ্টি কর
আর এক নতুন যন্ত্রণার ।