কথাকলি
            জামাল ভড়


                     কথা তো নয়
                     ও যে কাহিনি
                     কলি মানে তো
                     বুঝি অভিনয়
                 মুখোশের অন্তরালে
                 বর্তমান যায় অতীতে
                সেই রামায়ণের যুগে
                মুখভঙ্গি , হস্তমুদ্রায়
আর ঘুঙুর পরা পায়ের সঞ্চালনের কৌশলে
ভ্রূযুগলের বিক্ষেপে রামায়ণের যুগে যাই ফিরে
কথায় থাকে না কথা তবু যেন থাকে কাহিনি এক
লাল সবুজ কমলা হলুদ বেগুনি রঙের পোশাকে
              তোমরা ফুটিয়ে তোল অসামান্য
              দক্ষতায় মূকাভিনয় যেন কথা না
              বলেও অনেক কথা বলা হয়ে যায়
              অর্থপূর্ণ ঘণ্টা আর করতাল সহযোগে
                   নারী এখানে বিরল
                   পুরুষ সাজে নারী
                   তবু আগে ছিল নারী