কে বলে গো অংককরা যায় যে অতি সহজে
আমার তো ছাই ঢোকে না মাথায় খুব সহজে
একের পাশে দশটা শূন্য তার পাশে নটা নয়
বল দেখি চট জলদি সংখ্যাটা কী বা কত হয় ?
সিঁড়িভাঙা এমনি কঠিন তার উপরে অংক
বল দেখি কীভাবে বা হতে পারি আমি নিঃশঙ্ক !
একটা বাঁশে তেল মাখিয়ে বানর যখন ওঠে কিছু
উঠেই আবার সেই বানরেই অল্প হলেও হটছে পিছু
কতক্ষণে উঠবে বানর সেই বাঁশটির শেষ ধাপে
সেই হিসেব করতে হবে ঘামাও মাথা সময় মেপে ।
চৌবাচ্চায় তিনটি নলের দুইটিতে জল ভরছে
একটা নলে সেই সময়েই আবার দেখি পড়ছে
প্রশ্ন হলো কতক্ষণে চৌবাচ্চাটি ভরবে বল জলে
বুঝিনে ছাই মাথামুণ্ডু তোমরা না হয় দিলে বলে ।
ভগ্নাংশের অংক দেখেই বনবনিয়ে ঘোরে মাথা
কেটেকুটে ভরিয়ে ফেলি আমার এক্সট্রা পাতা ।
কঠিন অংক একে সেটা প্রশ্নে আছে সরল  কর
মাথার ভিতর শনশনিয়ে বয়েই চলে উদাম ঝড় ।