নিধিরামের দুই ছেলে একটি বড় লক্ষ্মী
আরেকটি সে উড়নচণ্ডী করে শুধু ঝক্কি
সারাজীবন খেটেখুটে নিধিরাম কাহার
জমিয়েছে গুচ্ছের টাকার এক পাহাড় ।
অকালে এক দুর্ঘটনায় মারা গেল সে
দুই ভাই ভেঙে পড়ে শুধু শুধু কাঁদে বসে ।
বড় ছেলে আগাগোড়া লক্ষ্মী , নাম কেনারাম
ছোটটি অলস বেজায় খাটে না বেচারাম ।
অকুল পাথারে পড়ে বাবা মারা যাওয়ায়
চোখে দেখে অন্ধকার , কোন দিশা না পায়
জমিজমা যাহা কিছু ছিল তার অংশ
একে একে বেচে বেচে করে শুধু ধ্বংস
বেচারাম বেচে আর কেনারাম কেনে
ফুরিয়ে টাকা পকেটে ফাঁকা কেনারাম জেনে
ছোটটাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে
খাবিদাবি আমার কাছে দুঃখ নেই এ নিয়ে ।