পশু কিংবা মানুষ বলো
কত কী যে খায়
হিসাবনিকাশে ঠিকঠাক
বলা বড় দায় ।
গরু খায় খড় ঘাস বিচালি
ছাগলে কী না খায়
এই খেয়ে উঠে ফের
খাবে সে যা পায় ।
দুধ খেয়ে ছোট শিশু
হয়ে যায় শান্ত
বড় যারা ভাত খেয়ে
চায় সাজা পান তো !
পুলিশেরা ঘুষ খায়
ভাত খেয়ে হয়না
গরিবের পেটে নাকি
ঘি মোটে সয় না
মাতালেরা মদ খায়
যেতে যেতে টাল খায়
দুধ খেলে দুই বেলা
গায়ে নাকি বল পায় ।
বড়লোকে বেছে বেছে
এটা খায় ওটা খায়
গরিবেরা খেটেখুটে
চিরকাল মার খায় ।
উইপোকা কাঠ খায়
নদী ভাঙনে শুনি
ঘরবাড়ি জমি খায় ।
মহাজনে টাকা পেলে
খাতকেরে ছিঁড়ে খায়
অল্প লাভে মাল বেচে
লাভের গুড় পিঁপড়ে খায় ।
আর্দালি মাঝেসাঝে
সাহেবের বকা খায়
পড়া না পারলে কেউ
কানমলা শুধু খায় ।
নেতা যত সুযোগ পায়
সৈন্যরা লড়াইকালে
শুধু শুধু গুলি খায় ।
বিড়ালেরা ইঁদুর ধরে
জ্যান্ত চিবিয়ে খায়
পুকুরে জল কম হলে
মাছ শুধু খাবি খায় ।
বাঘ সিংহে মাংস খায়
হরিণে খায় ঘাস
এই খাওয়াখাওয়ি নিয়ে
কাটে বারো মাস ।