( ব্যঙ্গ কবিতা )
গাঙ্গুলি দা তেণ্ডুলকর কিংবা গাভাস্কার
কপিল দেব কী বা আর ক্রিকেটার!
তাঁরা যতই খেলুক সে-সব কথা
সত্যিকারের মনে আছে কার ?
যতই ভালো খেলুন তাঁরা দেশবিদেশে
তাঁদের নামে স্বদেশে কী আছে ?
আম্পায়ারের ঘাম ছুটে যাক না যত
তাঁদের নামে কি আদানি আম্বাবি নাচে ?
ওভারথ্রো আর লেগ বাইয়ে কিংবা নো বলে
রান পেয়েছেন তাঁরা কিছু এটা না হয় মানছি ।
মস্ত বড় দেশের নেতা তিনি আসল খেলোয়াড়
তাঁরই নামে স্টেডিয়াম এটা এখন জানছি ।
ক্রিকেট মাঠের দুইটা দিকে থাকে দুটি প্রান্ত
একদিকে যে রিলায়েন্স আরেক দিকে আদানি
এঁরাই ছিলেন আম্পায়ার না কী জানি !
আমদাবাদে গেলে তুমি ঘুরে এসো মোতেরায়
সেখানেই পেল্লাই বড় এই মাঠখানি
লোকে করে কানাকানি এর নাম নিয়ে নাকি
আমি কি আর অতশত বুঝি জানি !
এতো কথা উঠছে কেন আজকে নিজের দেশে
এর আগেও তো হিটলার এডলফ বা কিম জং উন
এরদোগানও নিজের নামে রেখেছেন ইস্তানবুলে
স্তালিন সাদ্দামের বেলায় কি কেউ করেছিল গুনগুন !
তিনিই তো বিদেশ মাঝে দেশকে করে মহান
তখন তো চুপ থাকো ভাই , মুখে কথা কই ?
তোমরা যারা বিরোধী দলের কিংবা দেশের
তাঁদের মুখে ফালতু কথা অহেতুক হইচই !