আকাশের রঙ নীল ,  সবুজ গাছের পাতা
এসব কথা লিখে লিখে ভরায় খোকা খাতা
মেঘেরা সব আকাশেতে কেন যে সব ভাসে
এসব কথা জানতে খোকা বড়ই ভালোবাসে
পাহাড় কেন উঁচু অত , বরফ ঢাকে শৃঙ্গে
ফুলে ফুলে মধু খেয়ে তৃপ্ত থাকে ভৃঙ্গে ।
মেঘে মেঘে ধাক্কা লেগে কেনই বিকট শব্দ
বইয়ের পাতা খুলে খুলে খোকা কেমন জব্দ ।
পাহাড় থেকে নেমে নদী ছোটে সাগরপানে
বইয়ের পাতায় আছে লেখা খোকা এখন জানে ।