বসতে মানা শুতে মানা শুধুই পড়ার হুকুম
সকাল সাঁঝে সারাক্ষণই কত আমি পড়ুম !
আমার যে ছাই ইচ্ছে করে ওড়াই গিয়ে ঘুড়ি
মেঘের দেশে ভেসে ভেসে ইচ্ছেমতো উড়ি !
শালতি নিয়ে খালেবিলে যখন খুশি ভাসি
রাখাল ছেলের সঙ্গে আমি থাকতে ভালোবাসি !
সন্ধেবেলা চারিদিকে আঁধার নামে যখন
মুঠোভরে জোনাকপোকা ধরি গিয়ে তখন ।
ইচ্ছে করে আমবাগানে কাঠঠোকরা দেখি
কোকিল কেমন ডাকছে সেথা সেটাও আমি শিখি
কাঠবিড়ালি পোষ মানাবো চীনাবাদাম দিয়ে
বহেড়া আর হরিতকী আসবো বাড়ি নিয়ে ।
তোমরা বল সবসময়ে পড়া পড়া কথা
বুঝবে না তো আমার মনের কত দুঃখ ব্যথা !