আকাশ জুড়ে মেঘ ছেয়ে যাক
শুকিয়ে গেছে মাঠ
পুড়ছে দ্যাখো লক্ষ্ণৌ থেকে
সুদূর আমেদাবাদ
ভূপালেতেও জ্বলছে আগুন
আসুক নেমে বরষা
দেশ বাঁচাতে এখন কেবল
বৃষ্টি , তুমি  ভরসা ।
তোমার জন্য দেশের মাটি
হচ্ছে ফুটিফাটা
চাষীর মনে ফুটুক হাসি
বাড়ুক বিক্রিবাটা ।
দেশটা আমার আগের মতো
হোক না শস্য শ্যামল
খরার জ্বালায় কাঁদছে
দেশের রহিম বিমল ।