দেখে এলাম কংসাবতী মুকুটমনিপুরে
পারলে তুমি একটিবার না হয় এলে ঘুরে ।
সারি সারি নাও চলেছে নানা রঙের পাল
গাইছে মুখে ভাটিয়ালি চালায় যখন হাল ।


পানকৌটি টুপ টুপ তোলে মাছ মুখে
একপায়ে বকভায়া দাঁড়িয়ে অতি দুখে  ।
শ্যামলবরণ আকাশমনি নদীর উভয় পাড়ে
আকাশ ছুঁতে গাছগুলো সব দ্রুতহারে বাড়ে ।


ছোট্ট এক পানসি নিয়ে নোহাডিহি যেও  
বৈঁচি ফলে লবণ মেখে তৃপ্তি করে খেও ।
ঘুরে এসো নাওয়ে চড়ে বনপুকুরিয়া গাঁয়
কুমারী আর কাঁসাই নদীর চওড়া মোহনায় ।