কোথায় পালাবে তুমি , পালাবার পথ নেই
দিনে দিনে কোণঠাসা , চারিদিকে অবরোধ
বিদ্রোহের আগুন আজ চারিদিকে , পথ অবরুদ্ধ
আমার তোমার বুজরুকি বুঝেছি
চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয়না
মন্দির মসজিদের বাহানায় বেশিদিন ভুলিয়ে রাখা যায়না
কালোটাকা সাদা করার চাতুর্য জনগণ বুঝেছে
নিত্য চাহিদার পণ্য আকাশছোঁয়া
অর্থ দিয়ে রাজনীতির লোকদের কেনা যায়
জনগণকে কেনা যায়না , মনও পাওয়া যায় না
মিষ্টি কথায় চিড়ে ভেজে না
তোষামোদে ভোলে না
মিথ্যা প্রতিশ্রুতিতে আর ভুলছে না
শাহিনবাগে প্রতিবাদের চেষ্টা
দাঙ্গা বাধিয়ে বিফল করা হয়েছে
তাই এবারে আমরা প্রতিরোধের শপথ নিয়েছি
আমাদের পিঠ ঠেকে গেছে দেওয়ালে
নিকোলাই চসেস্কুকে রোমানিয়ার জনসাধারণ
যেমন টেনে নামিয়েছিলেন গদি থেকে বাঁচার জন্য
আমরাও তেমন বাঁচতে চাই
ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়েও বাঁচতে চায়
আমরা না হয় তোমার গলা টিপেই বাঁচার চেষ্টা করবো
হয় আমি মরবো নাহয় তোমাকে নিয়েই দুজনেই মরবো ।