সাপে যদি ব্যাঙ খায়
সেটা নহে ঘটনা
ব্যাঙে যদি সাপ খায়
সেটা হবে রটনা ।
বিড়ালে তো মাছ খাবে
এটাই তো চোখে পড়া
সিঙ্গিমাছের কাঁটা ফুঠে
বিড়াল তো দিশেহারা ।
মাংসের স্বাদ বেশি তাই
ইঁদুরের বংশ
খুঁজে খুঁজে করে দেখি
বিড়ালে ধ্বংস ;
যেই না সেদিন ধেড়ে ইঁদুর
এলো আগ বাড়িয়ে
তাকে দেখেই ভয়ে বিড়াল
ভয়ে গেল পালিয়ে ।
আগুন তো জলে নেভে
সারা লোকে তাই বলে
জলাভূমির মাঝে তবু
আলেয়ার আলো জ্বলে ।
ছোট লোহা জলে ডোবে
বড় লোহা ভাসে
চাঁদ কভু ক্ষয়ে যায়
পূর্ণচাঁদ হাসে ।