ঘরের কোণে থেকে থেকে কুনো ব্যাঙের ছা
একঘরে ব্যাঙ ঘরকুণো ব্যাঙ বাইরে দেয়না পা
তাই না দেখে সেদিন এসে সোনা ব্যাঙের দল
চ্যাঙদোলা করে তাকে বলে পাহাড়ে যাবি চল
তাকে নিয়ে সবাই মিলে উঠলো একটা বাসে
ঘাপটি মেরে চুপটি করে সিটের নীচে বসে ।
পাহাড় এলে সবার শেষে লাফিয়ে নেমে পড়ে
যাত্রাধকল সামাল দিতে চললো হোটেল ঘরে ।
একটু খেয়ে একটু শুয়ে চললো তারা লাফিয়ে
সোনা ব্যাঙে হট্টগোলে পাহাড় দিল কাঁপিয়ে
কুণো ব্যাটা বলে রেগে পাহাড়ের কি বা ছিরি
আমার তো ভাই ইচ্ছে করে ঘরের কোণেই ফিরি ।
যুবক কোলা বললো হেসে , কুণো ব্যাঙের দৃষ্টি
বুঝবি না তো পাহাড় নদী কী অপরূপ সৃষ্টি !
নয়ন মেলে একটিবার না হয় দ্যাখ না চেয়ে
ঝরঝরিয়ে নামছে ঝর্ণা পাহাড়ের গা বেয়ে
পাহাড়চুড়ো বরফঢাকা সূর্যালোকে ঝলমলে
এসব ভালো না লাগলে ঘরের কোণে যা চলে ।