পথেঘাটে চলতে কত কী চোখে পড়ে
রাস্তার পাশে কচুবনে এক কোলাব্যাঙ
সাপের মাথা এমনভাবে ধরেছে
বেচারা শুধুই লেজ নাড়ছে ;
পার্কে ময়দানে ঊষাচর যত
ভোরের আরামদায়ক শয্যা ছেড়ে
মৃতভাইয়ের মাংস চিবোতে চিবোতে হাঁটে ‌;
ক্রিকেট থেকে ফুটবল
ফুটবল থেকে রাজনীতি
রাজনীতি থেকে বলিউড
কোনকিছুই তাদের বাদ থাকেনা
ঋষি সুনককে প্রকৃত ভারতীয় বংশোদ্ভূত বলা যায় কি না --- কোন কিছুই বাদ যায় না ;
আর মা-বোনদের কথার তো লাগাম থাকে না
কোন্ আইবুড়ো মেয়ের মিসক্যারেজ
কার কেন বিয়ে ভেঙ্গে গেছে
কার স্বামীর কার সাথে ফষ্টিনষ্টি
বেনোজলের মতো ভেসে বেড়ায়
তাদের মুখের আলোচনা ডিম পাড়ে ,
তা থেকে আবার ছানাপোনা বেরয় ।