লোভও লাগে ভয়ও হয়
কী যে করি ছাই
লোভ ও ভয় হয় বুঝি কি
যমজ কোন ভাই ।
যতই ভাবি দূর করি ভয়
তবুও কেন বাড়ে
ভাবনা কেবল ভূতে যদি
চেপে বসে ঘাড়ে
রাতের বেলায় ভূতের দেখি
বাড়াবাড়ি যত
একা যেতে একা শুতে
সাহস হয়না অত ।


রসগোল্লা দেখে আমার
জিভে আসে জল
পকেটে নেই কানাকড়ি
কী করে খাই বল ।
আম কাঁঠালের গন্ধে দেখি
চারিদিক ভুরভুর
গন্ধেই আমি হয়ে পড়ি
ভীষণ ক্ষুধাতুর ।
ইলিশ ভাজার গন্ধে আমার
মন করে আনচান
যত ভাবি লোভ করবো না
তবু মানে না মনপ্রাণ ।