নাম জানিনে , ধাম জানিনে
নিত্য দেখি তাকে
আড়নয়নে , লক্ষ্য করি ,
দেখেও আমাকে ।
দিনে দিনে ভালোলাগা
কাছে আসাআসি
মনে মনে , মনে হয় ,
তাকে ভালোবাসি ।
হলুদ গোলাপ , সেদিন সাঁঝে
আমায় দিল হাতে
ঘুম আসেনি আমার চোখে
সে-দিন সে-রাতে ।
নাম ঠিকানা সব জেনেছি
কোথায় করে কর্ম
কোমল মনের উদারমতি
দেখিনি তার ধর্ম ।
ভালোবাসা অনেক দিনের
দুটি তরুণ হিয়া
স্বপ্ন দেখে নতুন জীবন
অবশেষে বিয়া ।
পিতা মাতা ভাই ভগ্নী
পাড়া পড়শী বাধা
সামনে এসে দাঁড়ায় ওদের
রাজনৈতিক দাদা ।
লাভ-জেহাদের প্রশ্ন নিয়ে
অযথা শোরগোল
যে-সব বন্ধু পাশে ছিল
পাল্টে ফেলে ভোল ।
জাত গেল জাত খেলো বলে
চারিদিকে ছড়ায়
রাজনৈতিক ফাঁদে শেষে
আদালতে গড়ায় ।
বিজ্ঞ হাকিম সময় নিয়ে
বিচার করেন মামলা
দিলেন বকা পুলিশ ডেকে
বন্ধ করো হামলা ;
ধর্মকে কেউ করেনি বিয়ে
বিয়ে মানব মানবে
তাদের নিয়ে লড়াই কিসের
অমানুষ সব দানবে !
বাবা মাকে ধমকে বলেন
ইচ্ছে হলে নাই বা মানুন
ওরা থাকুন ওদের মতো
দেশের আছে কানুন ।