আমি এখন নির্জন দ্বীপ-প্রবাসী
লোকালয় থেকে অনেক দূরে
মনুষ্যবিবর্জিত এই নীলসমুদ্রের মাঝে বালিয়াড়ি
কিছু ক্যাকটাস , ফণীমনসার মতো ঝোপ
মাথার উপরে নীল আকাশ আর উড়ন্ত গাংচিল
এককালে প্রণয়পিপাসু এখন নির্বিকার উদাসীন ;
এখন উদ্দামযৌবন আমাকে আকর্ষণ করে না
সাগরের অসংযত ঢেউ এসে ছুঁয়ে যায় আমার গোড়ালি
কংক্রিটময় জীবন থেকে আমাকে চলে আসতে হয়েছে
জীবনের শেষপ্রহর এই নির্জন দ্বীপে সঁপে দিয়ে
এক প্রলয়ঙ্করী প্লাবনের অপেক্ষায় ;
আমাকে খুঁজে পাবে না আর ফাল্গুনী বসন্তে !