ধর্ম ধর্ম করে দেখি তোমরা কেবল
গলা ফাটাও
ধর্মধ্বজা হাতে নিয়ে কর্ম ভুলে
জীবন কাটাও ।
ধর্মদাসের খুড়োর কলে মাথা দিয়ে
কী লাভ পাবে
লাভের গুড়ের যত অংশ দেখবে তুমি
পিঁপড়ে খাবে ।
জাতের ছোঁয়া দেখে কেন পাতের ভাতে
মারছো লাথি
কার কথাতে ধর্ম নিয়ে তোমরা কর
মাতামাতি !
ধর্ম মানে ধরে রাখা ব্যবহারে
ও আচারে
তোমার কাছে ধর্ম বুঝি জাতের গন্ধ
অবিচারে ।
তোমার যখন রক্ত লাগে তখন খোঁজ
জাতের রক্ত ?
আসলে যে আমরা সবাই নরমের শমন
শক্তের ভক্ত ।
ধর্ম থাক না অন্তরে সব বাইরে থাকুক
একটা ধর্ম ।
মানবসেবা হোক না ব্রত আমরা পালি
মানবধর্ম ।