ম্যান্তাকাকা নাপিত ছিল কাটতো লোকের চুল
পালা করে দু'মাস পরে করতো না যে ভুল
বাবার সাথে  চুল কাটানোর ছিল ফুরন চুক্তি
বাড়ির ছেলে  চুলের বোঝা পেত তখন মুক্তি ।
পৌষ মাসে কাকা পেত বস্তা দুয়েক ধান
সেটা নিয়ে ম্যান্তাকাকার ছিল অভিমান ।
ইটের উপর বসিয়ে কাকা কাঁচির ঘ্যাঁচাঘ্যাঁচ
ম্যান্তাকাকা জানতো ভালো সব রকমের প্যাঁচ
বাম হাতেতে জোরসে ধরে করতো মাথা নীচু
অন্য হাতে ক্লিপার ধরে ছাঁটতো যে চুল কিছু
ছোট্ট শিলে প্রতিবারেই দিত ক্ষুরে শান
কানের পাশে লাগতো জোরে উড়ে যেত জান ।
বলতো কাকা কাঁদিস না ভাই মিছরি দেব তোকে
চুপ করে যাই কাঁদলে আমি খারাপ বলে লোকে ।