মানুষ হবে সত্যি
              জামাল ভড়
ওই পাড়ার ঐ নাহার
সাজের নেই বাহার
চোখের কোণে জল
পরেনা সে কাজল
আটপৌরে শাড়ি
সাজের বেলা আড়ি
গুনগুনিয়ে গান
ফুলের প্রতি টান
সরল সাদা মেয়ে
আকাশপানে চেয়ে
কলম তখন সরে
কবিতা-খাতা ভরে
ঠোঁটেও নেই রঙ
সাজের নেই ঢঙ
বনের ফোটা ফুল
কৃষ্ণঘন চুল
আপনমনে থাকে
বসে ছবি আঁকে
স্বপ্নভরা চোখ
ভাবে গাঁয়ের লোক
ওই মেয়ে একরত্তি
মানুষ হবে সত্যি !