মান আর হুঁশ
                         মিলেই তো মানুষ
                  যার মান আছে বটে কিন্তু হুঁশ নেই
                      বা হুঁশ আছে  তো মান নেই
                         সে কি মানুষ পদবাচ্য
                               হবে  আদৌ ?
                         দুই হস্ত পদের অধিকারী
                       চলন গমন কথন থাকলেই কি
                  মানুষ ? তাহ্ এক ঘাতক বা ধর্ষক,
      দাঙ্গাবাজ , লুটেরা এরাও মানুষ ! পুঁথিগত বিদ্যা
    আত্মস্থ করেই কেউ হয়না মানুষ ! প্রথাগত শিক্ষা
      না পেয়েও প্রকৃতির কাছে শিখে হওয়া যায় মানুষ ।
   মানুষ তখনই হয় যখন সে মানব -- সমাজ দেশাচার
   আইনশৃঙ্খলা মানবো না বললে মানুষ যায়না হওয়া ।