মার্কাস সিসেরো তুমি মরোনি
ট্রিয়ামভিরেটের আদেশে তোমার ধড় থেকে মাথা বিচ্ছিন্ন
তবুও তুমি অমর , অমোঘ তোমার বাণী
রোমের জনগণ যেমন ভোলেনি তোমাকে
আমরাও ভুলতে পারিনি দু'হাজার বছর ধরে
সিসেরিও তোমার বাণী অমর , তুমিও অমর


তুমি বলেছিলে গরিব শুধুই কাজ করবে
ধনীরা গরিবদের শোষণ করবে
তুমি বলেছিলে সেনা ধনীগরিবদের রক্ষা করবে
আর করদাতা কর দিয়েই যাবে
তুমি আরো বলেছিলে ব্যাঙ্ক এদের থেকেই মুনাফা পাবে
আর উকিল এই পাঁচ ধরনের লোকদের
ভুলপথে পরিচালনা করবে


সিসেরিও তোমার বাণী অক্ষরে অক্ষরে আজও চলে
তুমিই বলেছিলে ডাক্তার এদের সবার থেকে টাকা কামাবে
আর লুটেরা এই সাত ধরনের লোকের টাকা লুটবে
সিসেরিও তোমার শেষ বাণী : রাজনীতিবিদেরা
এই আটদের উপরে ছড়ি ঘোরাবে
আর এদের নিয়েই সুখে দিন কাটাবে !
দু'হাজার বছর আগে বলা এখনো অক্ষরে অক্ষরে ফলে !