মারণব্যাধি
        জামাল ভড়
এ কোন্ ব্যাধি মারণব্যাধি কাঁপে বিশ্বজুড়ে
হঠাৎ কোন্ গ্রহ হতে রোগটা এলো উড়ে
বাপদাদাদের কেউ কোনদিন ভোগেনি এই রোগে
আধেক লোক তো ভয়েই মরে আধেক শোকে লোকে
ব্যাধি যখন দিলেই প্রভু একটা নিদান দাও
নইলে তুমি অবিলম্বে রোগটা তুলে নাও ।
নিত্য নতুন উপসর্গে অনেক লোকে জব্দ
উচ্চবাচ্য কেউ করে না সবাই নিঃশব্দ ।
আর কতকাল থাকবে ঘরে এমনভাবে বন্দি
হে বিধাতা আর কী আছে তোমার মনে ফন্দি ।
ধনী গরিব কোন দেশে নেই তো কোন রেহাই
তোমার দয়ায় রোগ সারিয়ে দাও, তোমার দোহাই ।