পুবের দিকে আলো করে রাঙা বসন পরে
ঘুচলো নিশা ডাকলো পাখি আলো ভরে ঘরে
ফুটলো কলি , ছুটলো অলি গুঞ্জরিয়া ধায়
পুষ্পসুবাস আনলো বয়ে মলয়ানিল বায় ।
খোকাখুকি শয্যা ছেড়ে ভাঙছে আড়ামোড়া
কর্মজীবী লোকে ব্যস্ত দিনের আগাগোড়া
সন্ধ্যা নামে পাখির পাখায় অন্ধকারে ঢাকে
কোন্ সে দেশে সূর্য গিয়ে ঘাপটি মেরে থাকে ।
আলো আঁধার মেঘ রোদদুর ভরা মানুষজীবন
এসব নিয়েই বেঁচে থাকি আমরা সর্বক্ষণ ।