সমুদ্রপৃষ্ঠ থেকে আমি অন্তর্ধান করি
বিশাল জলরাশি নদী থেকে আমি অদৃশ্য হই
আমার প্রস্থান সবার অলক্ষ্যে
লোকচক্ষুর অন্তরালে উড়ে যাই অনেক উঁচুতে
এভারেস্ট ছুঁয়ে ফেলি
অতঃপর আমি দৃশ্যমান হই
সবাই জানে আমার অবস্থান
কিন্তু ধরাছোঁয়ার বাইরে
ক্রমশঃ শক্তিসঞ্চয় করতে বাধা থাকে না
পাহাড়ের সংস্পর্শে এসে কঠিন শিলায় রূপান্তরিত
তারপর যখন আমার মতো আর কেউ এসে পড়ে
আমার চলার পথে তখন সংঘর্ষ হয়ে ওঠে অনিবার্য
মানুষের মতো নামি লড়াইয়ে সামনাসামনি মুখোমুখি
আমার রক্তচক্ষু দিয়ে নিক্ষেপ করি অগ্নিবাণ
আগুনের গোলায় নিহত করি সাধারণ মানুষ
কখনো করকাপাত কখনো মুষলের ন্যায়
আঘাত হানি ধরণীর বুকে
মানুষ জেনে যায় আমার আগমনবার্তা
মানবশিশুর জন্মের মতো ক্রন্দন করি
কেউ প্রসন্ন কেউ অপ্রসন্ন
ভ্রূক্ষেপ না করে ফিরে যাই
যেখানে আমার উত্থান
সেখানেই মিশে যাই বারিধির বুকে ।