শত্রুতাকে দামোদরের জলে ভাসিয়ে দিয়ে
এসো আমরা মিত্রতা করি
তিক্ততার হোক অবসান
তোমার কাছে 'সোনার তরী'
শিলাবতীর শান্ত জলে
আমার হাতে 'শেষের কবিতা' ।
হেমন্ত লতার দ্বৈতসুরে
'সেদিন দুজনে দুলেছিনু --'
চকোর চকোরির চাঁদ-পিপাসা
সাহসের ডানা মেলে ভেসে
চলে যাই দূরে বন পাহাড়ে
শত্রুতার অবসান ঘটে
একবার মিত্রতা হোক ।