পাশের বাড়ির ছাদে
মল্লিকা ছিল একা
দূর হতেই আমার সাথে
চোখে চোখে দেখা ।
ঘাড় দুলিয়ে মুচকি হেসে
আমার দিকে চেয়ে ।
কী নাম গো , শুধোই হেঁকে ,
ওগো মিষ্টি মেয়ে ?
নামটি আমার মল্লিকা
কেউ বা বলে বেলি !
আমার যে খুব ইচ্ছে করে
তোমার সাথে খেলি !
কাল সকালে যখন দেখি
বৃষ্টি এলো জোরে
পেলব দেহ মলিন মুখে
কেমন দেখায় ওরে !
অস্তরাগের আভা যখন
পড়ে তোমার মুখে
ইচ্ছে করে আমার ভীষণ
জড়িয়ে ধরি বুকে !
ফুল নও তো , যেন তুমি
মঞ্জুল চারুলতা
আমার প্রেমের ভালোবাসা
আমার কথকতা ।
অষ্টাদশীর গায়ের সুবাস
তোমার শরীর বেয়ে
আমার গায়ে মাখিয়ে দিতে
আসছো যেন ধেয়ে ।
মল্লিকারে মালিকা করে
আমার গলায় রাখি
দোঁহে মিলি একসাথেতেই
চিরকালই থাকি ।