পড়ায় আমার মন বসে না এর কী উপায় বল
পড়তে বসে মনটা বলে খেলার মাঠে চল ;
জানি আমি লেখাপড়া শিখে সবাই হবে মানুষ
বলতে পার কী কারণে আসে না সেই হুঁশ !
পড়তে যদি বসি আমি নিজের ভাষা বাংলা
বানানগুলো গুলিয়ে ফেলে কেন যে হই হ্যাংলা
দুটো 'ন'য়ে  দুটি 'জ'য়ে আর তিনটি 'স'য়ে
লিখতে গিয়ে কেন যেমন ভুল হয়ে যায় ভয়ে ;
ঐ যে আছে ইনজিরিটা ওটাও দেখি খুব কঠিন  
বানান এবং উচ্চারণে বুকটা করে চিনচিন ।
অংক নিয়েও আমার ভীষণ আছে বড় শঙ্কা
তাই তো আমি এই বিষয়ে বড়ই লবডংকা ।
বিদ্যালয়ের চৌকাঠেতে লাগে যেন জেলখানা
বড্ড শাসন কড়াকড়ি অনেক কিছু আছে মানা ।
খেলার ছলে গাছতলাতে খেলাপড়া হলে
মন যায় না মাঠেঘাটে নদীর ধারে চলে ।