মশাটাকে মারতেই হবে
একটু যে ঘুমাবো তার জো নেই
সব সময় কানের পাশে সাইরেন ।
আলোটা জ্বালালাম
মশারী তন্নতন্ন করে খুঁজলাম
ভাবলাম - ব্যাটা বোধ হয় মরেছে
এলোপাথাড়ি চড়চাপাটিতে ।
স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার গেলাম ঘুমাতে ;
সবে লেগেছে তন্দ্রা
আবার শুনি পোঁ -- এবারে আরো তীক্ষ্ণ
মেজাজ গেল খিঁচিয়ে
সব কটা বাতি দিলাম জ্বেলে
খানাতল্লাসি শুরু হয়ে গেল
যেমন খুশি তেমনি চালালাম চড় থাপ্পড়
আপদ বিপদ ভেবে পড়লাম শুয়ে ;
অনেক কষ্টে হবে লেগেছে চোখ
আর ঠিক তখনই আমার চোখের পাতায়
বিনা সাইরেনের বেঁধালো শূল কি়ংবা ত্রিশূল ।
দাঁতে দাঁত চেপে উঠে পড়লাম বেগে
বিছানাশুদ্ধ মশারীটা দিলাম জ্বালিয়ে
ব্যাটা পুড়ে মরুক জন হাসের মতো ।