এক চড়েতেই সাঙ্গ হলেও           বেলজ্জাটে মশা
লোকের গায়ে হুল ফুটিয়ে           করিস কী যে দশা ।
কানের কাছে সানাই বাজাস       ঘুম আসে না চোখে
কোনখানে যে বসিস তোরা          হাত পায়না লোকে ।
খাবার খোঁজা এই দুনিয়ায়           খুব বুঝি বা শক্ত ?
তাই কি তোরা চুষিস শুধু               মানুষেরই রক্ত ?
রক্ত ছাড়াও এই দুনিয়ায়                আছে কত খাদ্য
তোরাই কেবল খাওয়ার আগে     জুড়িস শুধু বাদ্য ।
রোগজীবাণু ছড়িয়ে তোদের         মানুষ মারাই ধর্ম
মানুষমারা ছাড়া কোন                     নেই কি কোন কর্ম ?
তার চেয়ে তুই লতা পাতায়             গাছের ডালে বস
মিষ্টি রসের স্বাদ পাবি তুই                গাছের পাতাই চোষ ।