মুখোশ পরে রাস্তাঘাটে সবাই এখন চলে
খুব দরকার ছাড়া কেউ কথা না বলে
সেদিন গিয়ে বাজারে ডাকলো পিছু থেকে
কে ভাই তুমি ডাকলে আমায় ? বলি আমি হেঁকে ।
মুখোশ বলে , দেখা পেলাম চলো খেয়ে আসি চা
গলা শুনে বুঝি আমি বলছে আবুল চাচা ।


পার্কে দেখি কিছু লোকে বসে মুখোশ পরে
মুখোশ পরেই ছেলেমেয়ে দৌড়াদৌড়ি করে ।
মুখোশ এখন মুখে সবার যেন গরুর গেঁজে
রঙবেরঙের মুখোশে যে সবাই এখন সেজে ।
মুখোশ পরেই ট্রেনে ওঠে মুখোশ পরেই বাসে
মুখোশ পরে কেউবা আবার খুকখুকিয়ে কাশে ।


রান্নাঘরে রান্না করে বৌয়ের মুখে মুখোশ ।
যদিও বৌ সেদিন করে একাদশীর উপোস ।
কী দিনকাল এলো এখন মুখোশ হলো সঙ্গী
লুকিয়ে থাকে আড়ালে সব মুখের যত ভঙ্গি ।