তোমার উদাত্ত আহ্বান আর শোনা যাবে না
সুবেহ্ সাদিকে তোমার সতর্তবাণী
'নিশ্চয়ই ঘুমের চেয়ে নামাজ উত্তম'
আর তোমার কণ্ঠে ভেসে আসবে না
শীত গ্রীষ্ম উপেক্ষা করে
অঝোর ধারাপাত অগ্রাহ্য করে
দিনেরাতে পাঁচবার তোমার আজানধ্বনি
আজও বাতাসে অনুরণিত
'পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ' -- রসুলের এই বাণী
বাস্তবে দেখেছি মসজিদের পরিচ্ছন্নতায় ।
মাছের সামান্য ব্যবসার উপর দাঁড়িয়ে
শত দারিদ্র্য পদদলিত করে
তোমার মসজিদ কেন্দ্রিকতায় আমরা অভিভূত
তোমার জানাজায় অজস্র জনতার ঢল
তোমার জনপ্রিয়তা প্রমাণ করে ।
রাস্তা পেরিয়ে বাড়ি ফিরতে
তোমাকে শেষে অন্য রাস্তায় চলে যেতে হলো ।