নাফরমানি
           জামাল ভড়
আল্লাহ বলো ঈশ্বর বলো
যদি করেন বিধান
সবকিছুতেই লাগবে টাকা
বাঁচবে তবে প্রাণ ।
অক্সিজেনটা বিনা মূল্যে
মিলবে নো তো আর
সিলিণ্ডারে বাতাস ভরে
রাখলে পাবে পার ।
দিনের বেলায় আঁধার রবে
আলোর জন্য টাকা
আরো অনেক খরচ আছে
পকেট হবে ফাঁকা ।
কিডনি দুটো বিকল হলে
বিকল্প তো চাই
তিরিশ লক্ষ টাকা দিয়েও
ঠিকমতো না পাই ।
থাকলে টাকা নকল পায়ে
চলাও যেতে পারে
মানুষ কেবল জীবনটাকে
ফিরে পেতে নারে ।
তবু আমরা কিছু মানুষ
করি নাফরমানি
মানুষ বাদে গাছ পাখি সব
শোকর করে জানি ।