সেদিন রাতে শুনতে পেলাম বিদঘুটে সব শব্দ
ভাবি এবার হলাম বুঝি আজকে আমি জব্দ ।
এই বুঝিবা আসছে ধেয়ে ভীষণ বেগে ঝড়
সাইক্লোন বা টাইফুন হলে ভাঙবে বাড়ি ঘর ।
ঝড়ের সাথে দৈত্য ছোটে শুনি তারই গর্জন ;
ভাবছি আমি সত্যি এলে কী করবে লোকজন ।
আস্তে আস্তে চুপিসাড়ে পালিয়ে যেতে দেখি
বিলটু মামা হাত পা ছেড়ে চিৎটি হয়ে এ কী !
একটু কাছে গিয়ে আমি দেখতে গেছি যেই
গর্ র্ র্ র্ আওয়াজখানা বেরিয়ে এল সেই
আবার যখন শ্বাসটি টানে পোঁ পোঁ পোঁ পোঁ
এটাই আমি ভেবেছিলাম টাইফুনের শোঁ শোঁ
আবার যখন শ্বাস ছাড়ছে দৈত্যের হাঁক যেন
অকারণে ভয় পেয়েছি  নাকডাকাকে কেন !