সন্তানের নামকরণ
               পিতা-মাতার কর্ম
সেই নাম বয়ে চলা
               সন্তানের ধর্ম ।
অনেকেই নাম রাখে
               বোঝে নাকো অর্থ
সেই নামধারী তখন
                মানে খোঁজে অনর্থ ।
শীলা দে-র ছেলে হলে
                 নাম দিল অর্ক
তাই দেখে বেলা রায়
                  ঠিক করে অলর্ক
নামকরণ করেছিল
                   যবে হলো পুত্র
ভেবেছিল এই নাম
                    পাবে নাকো কুত্র ।
অর্ক বা ভাস্কর
                    দিনমানে দীপ্ত
অলর্কের অর্থ
                     সারমেয় ক্ষিপ্ত ।
তাই বলি নাম দেখে
                     নাম রেখো নৈব
মুসকিলে পড়ে যাবে
                     বাঁচাবে না দৈব ।