একজন কবি জেলে যেতে পারেন ?
একজন কবি কত বছর জেলে থাকতে পারেন ?
হ্যাঁ পারেন তো বটে ! দ্যাখোনি নাজিম হিকমতকে !
তোমার 'জেলখানার চিঠি' কি জেলে বসেই লেখা ?
তোমার অপরাধ কী ছিল কবি ?
সাম্যবাদের কথা বলাই কি তোমার অপরাধ ?
সতের বছর জেলের ঘানি টেনেও থেমে থাকেনি
তোমার কলম , তোমার মনন !
তুমি তোমার দেশের জনগণকে ভাবতে পাখির মতো সরল
অথচ তোমাকে চৌদ্দ শিকের গারদের জানালা দিয়ে
দেখতে হয়েছিল আকাশ , নিতে হয়েছিল
বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধ !
অত্যাচারের স্টিম রোলার চালিয়েও থামাতে পারেনি
তাই তোমার কবিতা কৃষ্ণচূড়ার মতো লাল
সোনার সুতোয় বোনা তোমার শব্দমালা
কবিতা-প্রেমীরা তোমাকে বলতো , নীল চোখের কবি ।
জেল থেকে ছাড়া পেয়েও তোমাকে কাটাতে হয়েছে
প্রবাসে স্বেচ্ছা নির্বাসনে ; শেষ প্রহর থরথর বিদেশে
স্বদেশের টানে । তবু আজ বিশ্বাস ফিনিক্স পাখির মতো
বারবার জেগে উঠবে তোমার কবিতা , তোমার নাম !