নিজের দিকে তাকাও :
তোমার এই অবয়ব , এই কান্তি
কোথা থেকে পেলে ;
কোন এক জৈবিক উন্মাদনায়
পূতিময় ঘনীভূত প্রক্ষিপ্ত শোনিতধারায়
উত্থিত লালিত আবরিত ধ্বান্তপুরে ;
একই আদিম সত্তা নিহিত তোমারও হৃদয়ে ।


নিজের দিকে তাকাও :
স্মৃতিচারণায় শ্লাঘা হবে অপসৃত ।
পাঞ্চভৌতিক শক্তিসাগরে
তোমার প্রারম্ভিক আনয়নে
প্রতিকূল পরিবেশে -- যদিও সাময়িক --
ছিল যুযুৎসা বাঁচিবার তরে ।


নিজের দিকে তাকাও :
এই মৃত্তিকা হতে সম্ভূত
ক্ষিতি অপ তেজ তোমার শরীরে
এই মৃত্তিকাতেই হবে লীন
সেদিন রবে না কেহ পাশে
একা এসেছিলে , একা যেতে হবে
নিয়তির এক অমোঘ ফুৎকারে ।