কৈশোরে বকুনির ভয় , অযথা শাসন
যৌবনে চক্ষুলজ্জার ভয় কে কী ভাবে
সেই ভয়ে কুঁকড়ে থাকা , সংযত হয়ে চলা
দুঃসাহসের ডানা মেলার সাহস হয়নি
পঞ্চাশের পর দেখি আমাকে নিয়ে
কারো নেই মাথাব্যথা , আমার দিকে কেউ তাকিয়ে নেই
আর ? আর ষাটের পরে মনে হয়ে কেন
এটা করিনি , ওটা করিনি , এটা পারতাম , ওটা পারতাম
দ্বিতীয় শৈশব কাটে স্থবিরতায়
অনুশোচনার জগদ্দল পাথর বুকের মাঝে চাপে
তখন কিছুই করার থাকে না ।