কোথায় তোমার উপস্থিতি নেই
রকি আন্দিজ থেকে তিয়েন শান হয়ে
বিস্তৃত হিমালয় , সাহারা থেকে গোবি
তোমার নামের মহিমায় উদ্ভাসিত
সাগরতলের ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী , উদ্ভিদ
পর্ণমোচী থেকে মাংসাশী , চিরহরিৎ
তোমার প্রতি কৃতজ্ঞতায় তসবিহ পড়ে
সমুদ্রের কল্লোল , প্রবল ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত
তুষারমণ্ডিত শৃঙ্গ , মৃদু সমীরণ
সব তোমার ইশারায় ;
জাতি ধর্ম বর্ণভেদে মানবকূল
টিঁকে আছে তোমার রহমতে ;
তোমার ইশারায় ক্ষুদ্র আবাবিল ধ্বংস করে হস্তিবাহিনী
ফেরাউন নমরুদের বিপর্যয়
এখনো পৃথিবীর বুকে উন্মোচিত হয়নি যা , তুমিই জানো
কত দেখেছি , এখনো কত বাকি জানি না কেউ
আলো-আঁধারির এই খেলায় আমরা পুত্তলিকা
কেহ কৃতজ্ঞ কেহ উদাসীন
যুগ হতে যুগান্তরের সৃষ্টি প্রলয় দেখেও নির্বিকার ।