ন্যাংটা ছেলে
কোথায় থাকে ?
কোথায় আবার
ঐ ফুটপাথে ।


খায় কী ওরা ?
জোটে যেটা
ফেলে দেয়া
এঁটো কাঁটা ।


সাহেব বিবি
হোমরা চোমরা
দেখেও দ্যাখো
না কি তোমরা ?


এক সকালে
কুড়িয়ে পেল
থলে ভরা
টাকা ছিল ।


ন্যাংটা ছেলে
করবে কী তা
বসে বসে
ঘামায় মাথা ।


টাকার মর্ম
ন্যাংটা ছেলে ?
বর্তে সে যায়
খেতে পেলে !


পুলিশ গাড়ী
আসছে দেখে
দাঁড়ায় সেথা
পথটি রুখে ।


নিজের হাতে
দিল তুলে
বলে , কেউ কি
ফেলছে ভুলে ।


ন্যাংটা ছেলে
একটা তো নয়
কারো কোন
চিন্তা কি হয় ?


এই দেশেতে
কত ন্যাংটা
আমরা কভু
ভাবি কি তা !


পোশাক তাদের
ছেঁড়াকোড়া
তবু মুখে
হাসিভরা ।