দিনে দিনে হচ্ছি আমি রোগা যেন পাটকাঠি
সেজন্য তো তিন বেলা খাই মেপে ভাত বিশ বাটি ।
সাথে থাকে বড় একটা আস্ত মুরগির কষা ঝোল
তার উপরে পুকুর থেকে ধরে আনা তাবড় শোল ।
ডালের গামলা পাতে ঢেলে সাবাড় করি  নিমেষে
গণ্ডা দশেক রসগোল্লা খেয়েই ফেলি ভালোবেসে ।
এতটুকু খেয়ে কি আর বাড়তে পারে আমার ওজন
কক্ষণো নয় , যেমন করেই বাড়িয়ে দেবো ভোজন ।
সাত সকালে খেয়ে ফেলি ছাতুগোলা , ভেজা ছোলা
দিনের মধ্যে লাগে আমার বেশি তো নয় , বিশটা কলা ।
ফুচকটা আবার বেশি খাই না , খেলেও মোটে একশোটা
সুযোগ পেলে খেয়ে ফেলি সিদ্ধ ডিম আর এটা ওটা।
ভাবছি আমি কীভাবে যে আমার ওজন একটু বাড়াই
এখন মোটে আশি কেজি একশোও পুরা হয় নাই ।
বিশ বছরে এই ওজনে গায়ের জোর পাই কোথায়
তাই তো আমি জোর দিয়েছি একটু বেশি খাওয়ায়।