"জইসো জাম মরণবি তইসো ।
জীবন্তে মঅঁলে ণাহি বিশেসো ।।"
                           -- সরহপাদ
কেউ চিরকাল থাকবে বলে আসেনা
আজ যেখানে হিমালয় মাথা উঁচু করে
সেখানেই ছিল মহাসমুদ্র টেসিস
বিশাল ডাইনোসরদের সরিয়ে এসেছে কুমির
তেমনি একদিন আমিও থাকবো না , তুমিও না
তোমার জন্য আমি অরণ্যে ওৎ পেতে থাকবো
নদীর তীরে নৌকা নিয়ে অপেক্ষায় আছি
তোমার বাড়ির পাশের সরোবরে ছিপ ফেলে
বসে আছি অনন্তকাল ; অধরা অধরের আশায়
চারিদিকে কালরাত্রির মধ্যেও আমি একদণ্ড শান্তি
পাওয়ার আকাঙ্ক্ষায় অধীর আগ্রহে আছি
আমি অকারণ অপচয় চাইনা , কলে জল পড়া
বিছানায় আগুন জ্বলা , এসব বন্ধ হোক
আমার মাথুর নেই , তোমার নেই কলহান্তরিতা
আমার অনুরাগ আছে , বিরাগ নেই শরীরে
আমিও থাকবো না , তুমিও না তবু স্বপ্নের গোপন দ্বীপে
মৃগযূথের মাঝে পর্ণকুটীরের তাজমহল করি।