ওরা আরব বেদুইনের পোষা ঈগল
মালিকের ইশারায় নিমেষে উড়ে যায়
ছোঁ মেরে ধরে আনে নিরীহ খরগোশ
মেষশাবক প্রাণভয়ে যত জোরে ছুটুক
ঈগলের ধারালো নখরে ধরা দিতে হয়
ওরা মালিকের অনুগত আজ্ঞাবহ
ওরা অনেক উঁচুতে ওড়ে নাগালের বাইরে
কেউ জানে না কখন কে হবে শিকার
কেউ জানে না কখন কে হলো শিকার
ওরা মালিকের পোষ্য , কথা শোনে !
ওরা বেদুইনের কথায় ওঠে , বসে
কেবল ইশারার অপেক্ষায় ।