কণামাত্র বিন্দুতে লেখা ছিল আমার অস্তিত্ব
মাতৃগর্ভের জঠরে , প্রায়শই মনে হয় , সমুদ্র থেকে দূরে
যেখানে কামনার আগুনে আমার উৎক্ষেপ
ঘনিয়ে ওঠা ভ্রূণের মধ্যে ভাসমান । আজ যখন
পঙক্তির পড় পঙক্তি লিখি তখন আপেলবাগান থেকে
হিমালয় থেকে , ড্যাফোডিল থেকে চলে যাবো , জানি ।
যে পরিচয় রেখে গেলাম সে তো সমুদ্রসৈকতের বালুকায়
বুকে নিয়ে যাবো পৃথিবীর সবটুকু শোক ;
অনন্তকাল প্রসববেদনায় সুখ আসুক !