সবাই যখন শহরে যাচ্ছে , যাক
নগরে যাচ্ছে , যাক
আমরা যাব পাহাড়ে
আমরা যাব জঙ্গলে
দু'জনেই একসাথে দেখব
দু'জনেই পাশাপাশি দেখব
হাজার বছর ধরে ওরা
মাথা উঁচু করে আছে
ভোরের সূর্যটা যখন উঁকি মারে
ডিঙ্গি মেরে কোন টিলায়
দেখি তখনো ওরা জড়াজড়ি করে
শেষ হয়নি রাতের গল্প
শত বিহগের ডানা ঝাপটা
কলকাকলিতেও ওরা কথা বলে
কুয়াশার চাদর পরে
একে অপরের ঠোঁটে ঠোঁট রাখে


এই উঁচু পাহাড়ে
এই নিবিড় জঙ্গলে
আমরা দুজনে ঘুরে বেড়াই সতর্কে
নীলরঙা পাখির খোঁজে
হলুদ পাখিটার ডাক শোনার ইচ্ছেয়
হরিণের নির্ভীক চারণ
আর বৃংহিত শোনার আশায়


বিকেলের পড়ন্ত আলোয়
যখন ওদের মুখে আলো পড়ে
বার্চ পাইন ফার দেওদার গাছের
ফাঁকফোঁকর দিয়ে
তখন মনে হয় এক মায়াবী রাত
ওদের আড়াল করে
নিভৃত আঁচলে ঘুম পাড়ায় ।