কাগভোরে কাকের সাথে ঘুম ভাঙে
কাকের সাথে সাথেই বেরিয়ে পড়ি বিচরণে
রাস্তায় রাস্তায় খোলা মাঠে
বাড়ি ফিরে যখন ফিঙে পাখির কাছে শিখে
শারীরিক কসরত করি তখন
দোয়েল আমার জানালার ধারে শিস দেয় ।
ছাদে নিয়ে যাই চাল ও খুদের বাটি
চড়ুই বুলবুলি টুনটুনিরা জানে
আমার আগমনের সময়
অধীর আগ্রহে অপেক্ষা করে ;
বেনেবৌয়ের জন্য কয়েক টুকরো ফল
হরিয়াল আজকাল কম আসে
আর আসে ছাতারে  ঝাঁকে ঝাঁকে
কানমাথা ধরিয়ে দেয়
হাঁড়িচাচার কর্কশ চেল্লানি
ঘুঘুর উঁকিঝুঁকি পায়রার বকবকম
এসব দেখে শুনে আমি পাখির মতো হয়ে গেছি
আমার চড়ুই-স্নান , কাকনিদ্রা
সব পাখির কাছে শেখা বিদ্যে
সাঁঝবেলায় বকের নীড়ে ফেরার মতো
বাসায় ফিরি , বাবুইয়ের মতো
ঘর আলোকিত করি ।